কখনো শুনিনি মোল্লা-মৌলবি-ইমামের মুখে
"আহ! করছো কি -- করছো কি
এ-তো পাপ, মৃত্যুর পর পাবেনা মাফ
বন্ধ করো লেনাদেনা, জীবন হবে তেনা-তেনা"
পরকালে চেনাকেও মনে হবে অচেনা।
সত্য বলতে হয়নি সাহস -
কমিটি বলবে দুই টাকার মোল্লা এতো দুঃসাহস।
কখনো শুনিনি ইমামের মুখে
বলতে দ্যাখিনি মিম্বরে দাড়িয়ে
দাওয়াত খাবো না আমি সুদখোরের গৃহে
জানাজার নামাজ দিবো না পড়তে মসজিদের মাঠে
শুয়াইতে দিবো না সুদ-ঘুষখোর মসজিদের খাটে।
ধর্মের বুলি করে বিক্রি চলে শুনশান
গায়না সত্যের গুনগান, চাকুরীতে পড়বে টান।
যতো পাপ বেশ্যার ঘরে
সর্বলোক তাদের বিরুদ্ধে লড়ে
ইমাম সাব খেতে চাননা বেশ্যার ঘরে ভাত।
সুদখোর, ঘুষখোর যদি পায় কাফন দাফন
বেশ্যার ক্ষেত্রে ক্যানো এমন নির্মম নিদারুণ?
বেশ্যা পাপী!
ক্ষমা করবেন পাপ যদি হয় তাপী
নিজের পাপপুণ্য ছেড়ে অন্যের পাপপুণ্য মাপি
সুদখোর-ঘুষখোর বেশ্যার চেয়েও পাপী।
হারামে লালিত পালিত দেহ বরণ করি পুষ্পে
সত্যের পূজারীকে ফেলি মোরা উপড়ে।
২৮/০৮/২০২২ সৌদি আরব