যে ব্যাথা গুলো ঘুণপোকার মতো কটকট করে কাটে হৃদয়
কাক ডাকা স্নিগ্ধ ভোরে, হেমন্তের বিকেলে কিংবা
গ্রীষ্মের নিঝুম রাতে বন্দী করি শব্দের খেলায়
অনেকে ব'লে পাগল, পুরনো জিনিস আগলে রাখি বক্ষে।
একবার কাউকে ভালোবেসে দ্যাখো
তারে ভুলে থাকা কতোটা কঠিন
ব্যর্থ প্রেমিকদের পিঁজরে একবার কান পেতে শোন
গোংরানির শব্দে কর্ণ হবে বিদীর্ণ, হৃদয় সংকীর্ণ।
আমার এক ছোটভাই উপহাস্যে ব'লে ছিলো
নোবেল পুরষ্কারের মতো প্রেমিক অ্যাওয়ার্ড থাকতো যদি বিশ্বে
আমি না-কি থাকতাম সকল প্রতিযোগিদের শীর্ষে।
ব্যর্থ ভালোবাসা হৃদয় পুড়ায়
সিগারেটের ধোঁয়ার মতো কুন্ডলী পাকিয়ে পাকিয়ে ছাঁই উড়ায়।
তীক্ষ্ণ ছুরির মতো আঘাত করে বুকের বাঁপাশে
নীরব রক্তস্রোত বহে, কাটা ঘায়ে নুনের ছিটার মতো জ্বলে।
যারা কখনো কাউকে ভালোবাসেনি
তাদের কাছে এইগুলো নিছক গল্প, পদ্মপাতার জল, তাসেরঘর,উপহাসের মূলমন্ত্র,আঘাতের যন্ত্র।
তোমাকে ভালোবাসা যদি পাগলামি, উন্মাদনা, উগ্রতা হয় তাহলে হোকনা আমৃত্যু
তাতে যদি তোমার ক্ষতি হয়, ঘর ভাঙার থাকে ভয়
তাহলে মেসেঞ্জারে এসে কড়া নাড়িও,
পাগলামো তো আর গুটিয়ে নিতে পারবো না
নিজেকে বদলে নিয়ে গুটিয়ে নিবো পৃথিবী থেকে।
আমি তোমাকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি
সেই অপরাধে দণ্ডাদেশ যদিও হয় ফাঁসি
তারপরও আমি তোমাকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি।
নজরুল যেমন জাহান্নামে বসে পুষ্পের হাসি হাসতে পারে
রুদ্র যেমন তসলিমা'র প্রেমে ছিলো বিভোর
হেলাল হাফিজ যেমন হেলেনা'র প্রেমে ছিলো পাগল
ঠিক তেমনি আমি তোমার প্রেমে উন্মাদ, উগ্র, মাতাল।
প্রেয়সীর নগ্ন হাতে প্রেমের শরাব যে একবার পান করেছে
সে-ই জানে প্রেয়সীকে ভুলে থাকা কতোটা কঠিন।