কতোটা বদলে গিয়েছে সমাজ
আধুনিকতার ছুঁয়া অজপাড়া গাঁয়ে।
কতো সুন্দর চাকচিক্যময় মসজিদ
আজানের ধ্বনিতে শোনা যায় বেহেশতের গীত।

নির্ঘুম রাত্রি জেগে শুনে নর্তকীর গান
হেলায় ভাসিয়ে দেয় মুয়াজ্জিনের আহবান।
হারমনি, গিটারের সুর লাগে ভালো
আজানের ধ্বনি শুনলে চেহারা হয় কালো।

এতো সুন্দর মসজিদ রেখে ফাঁকা
বিধাতাকে করে দোষারোপ, ঘুরায়না ভাগ্য চাকা।
গানের তরে দু'হাত ভরে ছুড়ছে পাতি নোট
পেন্ডেলে সারারাত চলে ইবলিসের ঈমান হরিলুট।

বাধাহীনভাবে উজাড় করে দিচ্ছে সবাই চাঁদা
কেবল মসজিদে গেলে আসে মাজহাবের বাঁধা।
ঢোলের তালে, বাঁশির সুরে গান গায় রাধা
মারতে আসে লাঠি বৈঠা নিয়ে, গানে দিলে বাঁধা।

জুমার সালাতে উপচে পড়া ভীড়
বাকি দিনগুলোতে নত হয়না উর্ধ্ব শির।
খোদার পায়ে সেজদা করে পশুপাখি-তরুলতা
সমাজপতিরা মসজিদে বসে বলে বেফাঁস কথা।

সৌদি আরব
১৬/০২/২০২৩ইং