উন্নয়নের জোয়ারে ভাসছে দেশ
চোখ মেলে তাকাতেই লাগছে বেশ
জোয়ারের জলে কাটছে সাঁতার
এটা নয়তো তেমন কোন ম্যাটার।
যখন শুনি পাগলের বাণী
অন্তরে শুরু হয় ধুকধুকানি
বোকার রাজত্বে করছি বাস
সকাল সন্ধ্যা দেখছি লাশ।
ভিজছে পথিকের গায়ের জামা
তলিয়ে যাচ্ছে রিক্সার চাকা
শিশু কিশোর জাল নিয়ে নেমেছে পথে
যদি জাটকা ইলিশ ধরা পড়ে।
ঢাকা এক আজব শহর
কেউ নেই না কারও খবর
জলাবদ্ধতায় ভাসে রাজধানী
উন্নয়নশীল দেশ বলা এ যে এক ফানি।
পানি নিষ্কাশনের বিল
উত্থাপিত হবে সংসদে
নতুন বাজেট পাশ হবে
অর্ধেক রাঘববোয়ালেরা পাবে।
লোডশেডিং দিলে বিদ্যুৎ
ফেরার থাকে না'ক তাড়া
মাস শেষে দেখলে ভাউচার
মনে হয় সব বাটপার-টাউটারে ভরা।
তীব্র গরমে ধড়ফড় করে খাঁচার পাখি
ফ্রিজেও মিলেনা ঠান্ডা পানি
উন্নয়নশীল দেশ বলা এ যে এক ফানি
কখন মোরা মানুষ হব এ কথা নাহি জানি।
কাকের বাসায় কোকিলের ডিমের মতো
নিজের জমিতে লাগিয়ে ট্রান্সমিটার
তারের সংযোগে নষ্ট করে হাজার একর জমি
পরিশোধ করতে হয় বাসায় লাগানো মিটারের ভাড়া।
উন্নয়নের জোয়ারে
বন্দী থাকতে হয় খোঁয়াড়ে
নিশিযাপন করতে হয় আঁধারে
মাঝেমাঝে ভাসতে হয় উন্নয়নের জোয়ারে।