জীবন পদ্মপাতার এক ফোটা জল
মেলে ধরো তোমার শাড়ীর আঁচল।
সব লাজলজ্জার মাথা খেয়ে -
এক দণ্ড শান্তির জন্য আমি লুকাবো তব আঁচলে।
আর পারছি না বইতে, পারছি না আর সইতে
যতই যাচ্ছে দিন, হারাম হচ্ছে চোখের নিন্দ্।
লিখতে পারছিনা অন্যকিছু -
ভাবতে পারছিনা তুমি বিনে কিচ্ছু
ভাবনায় এলে তুমি, এ মন চায় তুমি।
শব্দের ভাঁজে সাজাতে পারিনা পান্ডুলিপি
যুদ্ধ চলে মনের ভিতর, নিঃশব্দে মিসাইল ফাটে।
তুমি অবুঝ বালিকার মতো নিঃশব্দে হেঁটে যাও
মিশে যাও, হারিয়ে যাও কোন এক অদৃশ্যে।