আমি তোমাকে ফ্রেন্ড রিকুয়েষ্ট পাঠিয়েছিলাম বহু বছর আগে ---
তখন আমি তোমার হৃদয়ে ধুসর হ'য়ে শুকনো পাতার মতো ঝরে গিয়েছিলাম
তোমার হৃদয়ে ভিন্ন প্রেমের উতালপাতাল ঢেউ তীর ভাঙছিলো।
আত্মীয় স্বজন তোমাকে মন্দ বলবে বিধায়, বছরের পর বছর বাদুড়ের মতো ঝুলিয়ে রেখেছো আমার রিকুয়েষ্ট
প্রতিদিন ফেইসবুক সার্চ করে আমার প্রোফাইল ঘেঁটে -- তোমাকে নিয়ে লিখা কবিতাগুলো পড়ো।
তুমি একদিন কাক ডাকা স্নিগ্ধ ভোরে ঘুম থেকে জেগে দেখতে পেলে
নতুন কোন কবিতা পোস্ট হয়নি ----
পুরনো কবিতা ওয়ালে ঘুরেফিরে প্রদর্শিত হচ্ছে।
জানতে চেয়ে মেসেঞ্জারে এসএমএস করলে ---
উত্তর পাওনি, সকাল গড়িয়ে দুপুর এলো ---
হঠাৎ দ্যাখতে পেলে দাঁড় কাকগুলো মাথার উপর কা--কা ডাকতে ডাকাতে সারা বাড়ি হুলুস্থুল লাগিয়ে দিয়েছে ---
ইটপাটকেল ছুঁড়েও তাড়াতে পারছো না।
পড়ন্ত বিকেলে ক্লান্ত রবি বিদায়ের প্রস্তুতি নিতে থাকলে
অনেকটা ভয়ে ভয়ে মেসেঞ্জারে ফোন দিয়ে কোন প্রতিত্তোর পেলে না
বিষন্নতায় উদাসীন হৃদয় নিয়ে --
গভীর রাতে বিছানায় শুয়ে ফেইসবুক ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ নিউজ ফিডে দ্যাখতে পেলে --
তোমার নিকটতম কোন আত্মীয় লিখেছে "আমি আর নেই ধরাধামে -- পাড়ি জমিয়েছি ওপারে"।
চোখ করবে কি ছলছল?
ঝরবে কি বারিশ ধারার অশ্রু?
সব মাড়িয়ে আসবে কি দু'হাত বাড়িয়ে বুকে জড়িয়ে নিথর ললাটে উষ্ণ চুম্বনের শেষ ছোঁয়া দিতে?
০৪/০৭/২০২২ সৌদি আরব