তোমার ছুঁড়া ভালোবাসার তীর
বিদ্ধ করে মোর হৃদয়
স্মৃতিগুলো মুচকি হেঁসে বসে পাশে
বৃষ্টি ঝরায় হৃদাকাশে।
হাজার বছরের পিপাসিত হৃদয়
তপ্ত রোদে খুঁজে জল
ভালোবাসার অক্সিজেন পেতে চায় নির্মল
ধুলোমাখা জীবন স্বাদ নিতে চায় প্রেমের।
নগ্ন পায়ে হেঁটে চলা পাতিহাঁস গুলো দ্যাখে
ভগ্নহৃদয় মগ্ন হতে চায় প্রেম সাধনে
রাত্রি কাটে না মোর প্রিয়তমা তুমি বিহনে
মনোহরী প্রেমের সুর ছড়াও মম হৃদয়ে রাশিরাশি।
হরিণীর চোখ থেকে ভেসে আসে নিবেদন
যুগলবন্দী প্রেমের আরাধন
পাথারিয়াদ্বারের পাথরের চূড়ায় সাধকের বেশে বসে
সাধন করবো নির্বিঘ্নে প্রেমের রোদনভরা আঁখি।
প্রেমের পাখি, প্রেমের আসরের সাকী --
নগ্ন হাতে ঢেলে দেবে সুরা, কিচ্ছু থাকবে না বাকী
পিকে মম হৃদয় করবে উলু-ঢুলু --
বুকের অলিন্দে মাথা ঠেকে আকাশ দ্যাখবে আঁখো।
১৫/০৮/২০২২ সৌদি আরব