কীড়ে গুলো যখন মস্তিষ্ককে কড়মড়িয়ে চিবোতে থাকে খুব ব্যথা হয়, অসহনীয় ব্যথা
চোখ দিয়ে গড়িয়ে গড়িয়ে জল আসে
বালিশ ভিজে, অন্ধকারাচ্ছন্ন লাগে পৃথিবী।
মনে হয় জাহান্নামের ফেরেস্তারা মাথার ভিতর ডুকে
পৃথিবী সম হাতুড়ি দিয়ে আঘাত করছে মস্তিষ্কে
মাথা থেকে ঘাড় পর্যন্ত ছড়িয়ে পড়ে ব্যথা।
কতো কথা জমিয়ে রেখেছিলাম এই হৃদয়ে
ব্যথার যন্ত্রণা যাই সবকিছু ভুলে
আর যদি দ্যাখা না হয়,হারিয়ে যাই যদি ধুমকেতুর মতো
দ্যাখা হবে কি পরপারে?
না বলা কথাগুলো বলা হবে কি ও-ই পারে?
আচ্ছা! পরপারে কি তাঁরা ভরা আকাশ থাকবে?
রাত থাকবে কি মায়াবিনী জোছনা রাত?
পাকাড়'কে রাখবে কি আমার এ হাত?
মস্তিষ্কের ব্যথা থেকে মুক্তি পেতে মাঝেমধ্যে ইচ্ছে হয়
শহর থেকে দুরে বহুদূরে কোথাও গিয়ে জীবনের সব লেনদেন চুকিয়ে নিয়ে -
জনমানবহীন জরাজীর্ণ পরিত্যক্ত গিরিখাদে দাড়িয়ে চিৎকার করে কাঁদি।
এ ব্যথাটাই একদিন আমাকে নিঃস্ব করে দেবে
মৃত্যুর দুয়ারে পৌঁছে দিয়ে মুচকি হাসি হাসবে
একদিন শান্ত হ'য়ে যাবো, কলম থেমে যাবে
ধূসর হ'য়ে যাবে হৃদয়ের রক্তে লিখা পান্ডুলিপি গুলো।
মরা আর বিবর্ণ পাতাগুলো একদিন ঝরে যাবে --
উড়ে যাবে পোষ-মানানো পাখি -
শুনলে না কেউ এমনকি তুমিও না --
ব্যর্থ, নির্যাতিত, নিপীড়িত হৃদয়ের ডাকা-ডাকি।


০১/০৯/২০২২ সৌদি আরব