মা মাগো, আর রাখতে পারবে না মোরে আগলিয়ে
পঙ্গপালের মতো ধেয়ে আসছে মহামারী যে
দ্যাখো ঐ দিল্লির দিকে তাকিয়ে
রাখতে পারেনি তাদের ঘরে আটকিয়ে।
হাজারে হাজারে মরে পরে আছে পথেঘাটে
কে নিবে এই শবদেহ? কে করবে দাহ?
কে খুঁড়বে কবর? আছে কি তার কোন খবর
পৃথিবীর মানুষ কি করে ধরবে সবর।
এতো লাশের বোঝা,
সাদা পোশাকধারী হতে পারছে না সোজা
স্বাক্ষী হচ্ছে ইতিহাস
পৃথিবীর বুকে নিলাম হচ্ছে লাশ।
মা মাগো, বিশ্ব মুড়লরা চাইনা মোরা আর কিছুদিন বাঁচি
পৃথিবীর আলো-বাতাসে বুক ভরি
তাদের যৌথ পরিকল্পনায় সৃষ্ট এই মহামারী করোনা
প্রাণ সংহারে করে না কোন করুনা।
ভারতের বাতাসে আজ ভাসে না শরাবের গন্ধ
ঘুরপাক খাচ্ছে লাশের দুর্গন্ধ
ধুলি বালিতে ঘুরছে-ছুটছে ভাইরাস
চোখ বুঝলেই ভেসে আসে বাঁচার আর্তনাদ।
ইয়া রব,
তোমার দরবারে করছি মিনতি
শেষবারের মতো ক্ষমা করো, রহম করো
মহামারী মুক্ত করো জগৎ বাসীকে।