দৌড়াচ্ছেন-
একটু থামুন, ভাবুন --
জীবনটা সত্যি বুদবুদের মতো --
হঠাৎ একদিন খাঁচা ভেঙে উড়ে যাবে পাখি --
চোখের পলকে বন্ধ হয়ে যাবে স্বপ্ন দ্যাখা আঁখি।
ভাবছেন --
জিন্দেগী এখনো আছে অনেক বাকী --
মিথ্যে, মিথ্যে সব গোলকধাঁধা, দিচ্ছে ফাঁকি --
বাড়ছে দূষিত বায়ু, কমছে আয়ু, নড়ছে না স্নায়ু।
দৌড়াচ্ছেন অর্থের পিছু, হোক অবৈধ তাতে যায় আসেনা কিছু --
সুতোয় যেদিন পড়বে টান --
থেমে যাবে, থেমে যাবে আপনার জীবনের গান।
অবৈধ কামিয়ে, দান করছেন লোকজন জানিয়ে--
নিচ্ছেন কুড়িয়ে দাতার খ্যাতি - বাহবা দিচ্ছে নির্বোধ জাতি
খুজতে চায়না রোজগারের উৎস --
ভুক্তভোগী বলে বেঁচে থাকো, বেঁচে থাকো হে বৎস।
নর্তকীর নৃত্যে মিটে চোখের তৃষ্ণা ---
হৃদয়ের তৃষ্ণা মিটে বাদ্যে --- ভেজাল খাদ্যে ---
উটকো বিষয় প্রতিপাদ্য, সত্যের কন্ঠরুদ্ধ --
শাসনের নামে শোষণ, ভূষণের নামে নগ্নতা।
একটু থামুন, দম নিন ---
তাকিয়ে দ্যাখুন আপনার পূর্বপুরুষের দিকে --
দাদার পূর্বে যাঁরা এসেছিল --
তাঁদের স্মৃতি আপনার অগোচরে --
একদিন আপনিও হয়ে যাবেন স্মৃতিহীন পাতা
দিনদিন ক্যানো ভারী করছেন পাপের খাতা।
ক্যানো মেরেছেন ঐ মানুষগুলোকে ---
যাঁরা রুটির দাবী নিয়ে এসেছিলো রাজপথে --
অধিকারের দাবী নিয়ে নেমেছিলো আন্দোলনে --
ক্যানো মেরেছেন ঐ মানুষগুলোকে ---
যাঁরা স্বৈরতন্ত্রের উদর থেকে বের করে আনতে গিয়েছিলো গনতন্ত্র।
ক্ষণিকের দুনিয়া --
কদিন আছে বাকী দ্যাখুন গুনিয়া --
সরল অঙ্কের মতো মিলে যাবে হিসাব --
আখেরাতের পাথেয় আছে কি নিসাব।