হাড় নেই তবুও ক্ষুরধার
নামিয়ে দেয় সহজ সরল মানুষের জীবনে আঁধার।
ভেবেচিন্তে করে না আঘাত, ভেঙে করে চুরমার
কাঁচের টুকরোর মতো থাকে ছড়িয়ে ছিটিয়ে
রক্তাক্ত করে হৃদয় কথার মুগুরে পিটিয়ে।
ছোট্ট এক মাংসপিণ্ড -
      ঘটিয়ে বসে হিমালয় সম কান্ড
              দুমড়ে মুচড়ে দেয় অন্যের স্বপ্ন।
অ-কবির রূঢ় বোল, বিঁধে ছিলো বন্ধুর হৃদয়ে শূল
উপড়ে ছিলো হৃদয়ের শেকড়-বাকড় মূল
বৃষ্টির মতো অঝোরে ঝরেছিলো ব্যথার ফুল।
হাড় নেই -- নেই মেরুদণ্ড
     মিসাইলের মতো করে আঘাত
           সহজ সরল মানুষ করে না কভু প্রতিঘাত।
অদ্য হতে লাগালাম তালা মুখে
কথা বলবো না আর আবেগের ঝুকে
বিঁধবে না কথার তীর বন্ধুরার কোমলতম বুকে।
শিকলে বেঁধে দিলাম মোর উগ্র হাত
হৃদয়ের লোহিত রক্তে ভিজবে না আর দূর্বাঘাস
নিষ্পলক দৃষ্টিতে দ্যাখবে খেলছে পাতিহাঁস।
হাড় নেই জিহবাতে
      ভাঙে হৃদয় আঘাতে আঘাতে
               আর আসবো না ভাঙতে হৃদয়
                      থেকো একে অন্যের প্রতি সদয়।
আমি অবাধ্য-অপ্রতিরোধ্য, ভেঙে করি চুরমার
নিবু-নিবু প্রদীপ নিভিয়ে দেই দিয়ে ফুৎকার
আকাশে বাতাসে প্রতিধ্বনি হয় হৃদয় ভাঙার চিৎকার।

২৫/০৮/২০২২ সৌদি আরব