তোমাকে নিয়ে আমি স্বপ্ন দ্যাখি
ভালোবাসার রংতুলিতে সাজাই ক্যানভাস!
স্বপ্নগুলো চালের বস্তার মতো সাজিয়ে স্তুপ করি নীল প্রজাতির ডানায়।
তোমাকে নিয়ে ভাবা --
কল্পনার গভীরে ডুবে ডুব সাঁতার কাটা --
বিভোর ঘুমে আলিঙ্গনে ঠোঁটে এবং বুকে চুম্বন করা --
তা কি পাপ?
যদি তা-ই হয়, এই পাপ করতে আমার নাহি হয় ভয়।
আমি কেবল দেহটা নিয়ে পথচলি --
মন আবদ্ধ রাখতে পারিনা দেহপিঞ্জরায়!
এতোটাই বেপরোয়া এই মন,আমার অনুমতি তাঁর নিষ্প্রয়োজন।
তোমাকে সঙ্গে নিয়ে সে ঘুরে বেড়ায় --
হেমন্তের ফসলের মাঠ, নায়াগ্রা জলপ্রপাত!
সমুদ্র তীরে দাঁড়িয়ে দ্যাখে সমুদ্র সফেন
হিমালয়ের চূড়ায় বসে আবার কখনো করে ধ্যান।