ধর্মকর্ম ভুলে --- কি ছিলো সৃষ্টির মূলে
ছুটছি মোরা সর্ব কিছু ভুলে।
আধিপত্য চাই --- চাই মোদের খ্যাতি
বলুক না সমাজ পেয়েছি করে দুষ্কৃতি।
মায়ের গর্ভে যখন ছোট্ট একটি ভ্রুণ ছিলাম
তখন গুনগান গেয়েছিলাম স্রস্টার।
ধরাধামে এসে হ'য়েছি বড়ো -- গগনচুম্বী জ্ঞান
দেহে অসীম শক্তি -- স্রস্টার সাথে নেই লেনদেন।
নিজের ইচ্ছা আসিনি ভবে -- এনেছেন মহান রব
তার হুকুম কতোটা মেনেছি -- কতোটা করেছি হেয়
নিরালায় বসে ভেবেছেন যাঁরা -- শয়তানের ধোঁকায় পড়েননি তারা
একাগ্রচিত্তে গেয়েছেন স্রস্টার গান - ধরাধামে হ'য়েছেন মহীয়ান।
বিবেককে বিবেকের কাঠগড়া দাঁড় করিয়ে
বিজ্ঞ উকিলের মতো প্রশ্ন করো
সদুত্তর যদি নাহি পাও --
বিবেক শয়তানের পূজারী বুঝে নাও।
১০/০৬/২০২২ সৌদি আরব