তারজন্য
    যদি কখনো
      হৃদয়ে প্রেম উথলে ওঠে
         তাহলে ভেবে নিও ---
            আমাকে কোন দৈবশক্তি দ্বারা নিয়ন্ত্রণ করা হচ্ছে।