সর্পের লোলুপ দৃষ্টিতে
কুমারী লতা হারিয়েছে কুমারীত্ব
ঝোপঝাড়ে ডগডগিয়ে উঠেছিল বেড়ে
মনে হতো কুমারী মেয়ে ডাকছে আমায় হাত নেড়ে।
ঘরের জানালা খুলে যখন তাকাতাম ঝোপঝাড়ে
ব্যাথার মেঘ কেটে যেতো তার মৃদু হাসিতে
মাথা খানি দুলতো --- ফিসফিসিয়ে বলতো
পূর্ণিমা রাতে এসো বন্ধু ভালোবাসিতে আমায়।
এখন আর হাসে না আগের মতো
ছলছল চোখে ঝরে বেদনার অশ্রু
কুমারীত্ব হারিয়ে হ'য়েছে নিথর
ব্যাল বানিয়ে দিলো পাথর।
ঘুমোতে পারিনা কুমারী মেয়ের কুমারিত্ব হারানোর ক্রন্দনে
বাঁধতে চেয়েছিলো মোরে হৃদয়ের বন্ধনে।
গহীন রাতে দক্ষিণা বাতাসে ভেসে আসে চিৎকার
চুপিসারে কাছে গিয়ে দ্যাখি রক্তাভ চোখ ---
এলোমেলো চুল, লোনা জলে ভেজা বুক।
পৃথিবীর সমস্ত শব্দ ভান্ডার খুঁজি
শান্তনার শব্দেরা হারিয়ে গেলো বুঝি
প্রত্যাহ দিচ্ছে ছোবল --- হারাচ্ছে কুমারিত্বের সম্বল
কে শুনাবে শান্তনা বাণী?--- সর্পেরা ক্ষমতার মণি।
১২/০৬/২০২২ সৌদি আরব