যখন বেড়েছে কুমড়ো, মুলা, পটল
দাম শুনে কাঁপেনি মোর গতর।

যখন বেড়েছে পেট্রোল, ডিজেল, অকটেন
তখনো হাতে তুলে নেইনি ককটেল।

যখন পইপই করে বেড়েছে সোনার দাম
জ্যান্ত কবর দিয়ে দিয়েছি বিয়ের নাম।

মাস শেষে বিশ হাজার টাকা পাই মাইনে
বন্ধুদের মুখে শুনি, অনেক কিছুই নাকি চায় তাইনে।

জন্মেছি কপাল নিয়ে ফাটা, বিয়ের কপালে ঝাঁটা
গলায় বিঁধে আছে চিংড়ি মাছের কাটা।

গয়নাগাটি কিনবো কিসে, পকেট খালি মাস শেষে
রুমাল মুখে দ্যাখবে না কেউ আমায় বর বেশে।

যখন দাম বেড়েছে পেঁয়াজ, আদা, রসুন
তখনো কেউ ব'লেনি আলাদিনের চেরাগ ঘষুন।

পত্র-পত্রিকায় দ্যাখি সোনার দাম অনেক বেশি
বিয়ের কথা শুনলে দুমড়ে মুচড়ে আসে মোর পেশি।

নিজহাতে বেঁধে ছিলাম অনেক গুলো পিছা
রামপুরের হাঁটে বেঁচে তাঁকে কিনে দেবো বিছা।

বেঁচতে গিয়েছিলাম ঢোল, কিনতে নাকফুল
দাম হাঁকেনি কেউ, ঢোলের ছাউনি নাকি ভুল।

খবর নিয়ে আসে বন্ধু রাজু --
বৌ করতে সাজু, প্লাজোর সাথে দিতে হবে বাজু।

যখন শুনেছি দিতে হবে ব্রেসলেট, চুড়ি, বালা
হৃদয়ের পানি শুকিয়ে চেহারা মোর হয়েছে কালা।

কোত্থেকে দেবো নেকলেস, কানের দুল, পায়েল
এইগুলো ছাড়া সে নাকি হবেনা ঘায়েল।

থাম ছেলেরা থাম, গগনচুম্বী সোনার দাম
মুখে নিবেনা বিয়ের নাম, নারী বলবে রাম-রাম।

তখন-ই করবো বিয়ে,,যখন নারী এসে বলবে হেঁসে
চাইনা আমি গয়নাগাটি, বিছিয়ে দাও হৃদয়ের পাটি।

২০/০১/২০২৩ইং
সৌদি আরব