এক সিদ্ধিখোর কয়ছিলো
সিদ্ধি খাইলে নাকি বাড়ে বুদ্ধি
জ্ঞানী গুণীদের সাথে মেল-মিটিং-এ বসে
খেইল খেলা যায় মার-প্যাঁচের।
দিনের বেলা আকাশে দ্যাখা যায় তাঁরা
বুদ্ধি'র ক্ষুরধার ছুরিকাঘাতে প্রতিপক্ষের কেউকেউ যায় মারা
অনেকের বুকে হিম্মত থাকেনা সম্মুখে দাঁড়া
সিদ্ধি খেয়ে বুদ্ধি বাড়াতে হ'য়ে ছিলুম পাগলপারা।
তপ্ত রোদে খেয়ে সিদ্ধি --
সচল হয়নি মোর অচল বুদ্ধি
উলু-ঢুলু হেঁটে গিয়ে শুয়েছিলুম খাটে
সকল বুদ্ধি জমাটবদ্ধ হয় হাঁটুর গিঁটে।
আখোতে ভাসতে থাকে হারানো প্রিয়ার মুখ
সিদ্ধি বাড়ায়নি মোর বুদ্ধি,বাড়িয়ে দিলো মোর দুখ।
লিখতে থাকি আঁকিবুঁকি, বাড়তে থাকে ঝুঁকি
একেলা একা হাসি, ভাবি-র মতো দ্যাখি মাসি।
সিদ্ধিখোরের অলীক ভাবনা, সিদ্ধি খেলে বাড়ে কামনা
খোলে যায় বিবেকের বন্ধ দ্বার --
অলীক ভাবনায় সিদ্ধিখোর সিদ্ধি করে আহার
পথেঘাটে হেঁটে দ্যাখায় সিদ্ধির বাহার।
২৩/০৮/২০২২ সৌদি আরব