আমি আজ খারাপ, নষ্টা, বাউন্ডেলে
কিন্তু কেন জানেন?
আমি এক মুঠো ভাতের কথা লিখি বলে
বাসস্থান, শিক্ষা, চিকিৎসার কথা বলি বলে।
এই মানচিত্রের ভিতরে কি আমার কোন অধিকার নেই
যদি না থাকে তা-ও বলুন
আমি জানি কিভাবে অধিকার আদায় করতে হয়
ক্ষুধার্ত পেট কিভাবে ভরাট করতে হয়।
এই পতাকার উপর আমার যদি কোন দাবী না থাকে
আঠারো কোটি মানুষের পক্ষে কথা বলার অধিকার না থাকে
আমি সংগ্রাম করবো, আবার রঞ্জিত হবে মানচিত্র
এ সংগ্রাম একমুঠো ভাতের, বাসস্থান, শিক্ষা, চিকিৎসার এবং অধিকার আদায়ের।
আবারও মিছিল মিটিং হবে
কারফিউ ভেঙে হাতে প্ল্যাকার্ড নিয়ে
রাজপথে হেটে এগিয়ে যাবো বঙ্গভবন, গণভবনে
সংসদ ভবনে উত্থাপন করবো অধিকারের কথা।
আমার চাওয়া তো আকাশ সম নয়
দুমুঠো ডাল ভাতের, ক্ষুধা নিবারনের
নগ্নতা ঢাকার, একটু মানুষের মতো বাঁচার
দিতে যদি নাহি পার, জোরজবরে আদায় করবো।