মার্তণ্ডের উত্তপ্ত তাপে পৃথিবী আজ মরুভূমি
রোদন করছে বৃষ্টির তরে
এসো মোরা বৃষ্টির গান গায়
এই সবুজের সমারোহে এক পশলা বৃষ্টি নামাই।

মাঠঘাট-গাছপালা, পাহাড়-পর্বত, তরুলতা
বৃষ্টি পেলে ফিরে পাবে যৌবনতা
গরমের তিক্ততায় মানুষ ঘর ছেড়ে নেমেছে মাঠে
এসো মোরা বৃষ্টির গান ধরি একসাথে।

আজকে খাতা কলম নিবো না
রংতুলিতে কোন ছবি আঁকবো না
লিখবো না নতুন কোন কবিতা
আজকে বৃষ্টি নামিয়ে ভিজবো, ভিজাবো।

প্রাণচাঞ্চল্যতা ফিরিয়ে আনবো ধরায়
দেহ শীতল করবো বৃষ্টির ফোয়ারায়
কেটে যাবে ক্লান্তিতা, মিটে যাবে অস্বস্তিতা
ধুয়ে মুছে ফিরে পাবে জৌলুসতা।