মানুষ এখনো হৃদয়ে পুষে রাখছো
অহংকার অহমিকা দম্ভ মিথ্যে আস্ফালন।
এখনো বড় বড় কথার খই ফুটে মুখে
পূণ্য ভূমি সিলেট অথৈজলে যাচ্ছে ডুবে।
বাঁধনহারা স্রোতে ভাসছে শিশু,কিশোর, বৃদ্ধ
গরু ছাগল মহিষ মিলছে না কোন হদিস।
ঘরের চালে অথৈজল, জলে ভাসছে মল
খাবার জুটছে না, মিলছে না বিশুদ্ধ জল।
খোদার নাফরমানী করে মুষ্টিমেয় মানুষ
খেসারত দেয় সকল সৃষ্টি, তবুও খোলেনি অন্তর্দৃষ্টি।
আকাশ হতে বর্ষে ভারী বৃষ্টি, কাঁদে খোদার সৃষ্টি
অতিবৃষ্টিতে ফসল নষ্ট,জনজীবন অতিষ্ঠ, বন্যার সৃষ্ট।
২১/০৫/২০২ সৌদি আরব