আমি মোঃ আকাইদ-উল-ইসলাম মিটু সর্দার। ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার বড়মোড়া গ্রামে 1987 সালে এক সম্ভান্তশালী মুসলিম পরিবারে আমার জন্ম। আমার পিতার নাম নুরুল ইসলাম (মাষ্ঠার), পিতামহ আলতাব আলী সর্দার। সমাজের অন্যায় ও অভিচারের বিরুদ্ধে কলম ধরা আমার অভ্যাস। জীবিকার তাদিগে 2010 সালে সিঙ্গাপুর যাই এবং অসুস্থতার কারণে 2014 সালে আবার দেশে ফিরে আসি। সমাজের মাতব্বরদের অন্যায় বিচারের বিরুদ্ধে লিখি বলে তারা আমাকে দেখতে পারে না। আমি কখনো অন্যায়কে পশ্রয় দেয়নি আর কখনো দিব ও না।
একজন শিক্ষিত ব্যক্তি সে যতটা শিক্ষিত-ই হোক না কেন যদি সে ছোটদেরকে স্নেহ না করে, ভালো না বাসে, আদর না করে তাহলে তাকে ছোটরা কখনো সম্মান বা শ্রদ্ধা করবে না। একজন ব্যক্তি তার আচরণ কেমন বা সে কোন ধরণের লোক তা বুঝা যায় ছোটদের সাথে তার আচরণ দেখে। এমন হাজার হাজার শিক্ষিত লোক আছে যারা ছোটদের সাথে ভালো আচরণ করে না। ছোটদের স্নেহ করে না, তাহলে ছোটরা তাদেরকে কি করে সম্মান করবে? ছোটদের কাছ থেকে সম্মান পাওয়া এতো সোজা নয়, কিন্তু তাদের কাছে সম্মান হারানোটা অতি সহজ ব্যাপার।