ছেলের বয়সী ছেলের কাছে
লাঞ্ছিত হয় বাবার বয়সী বৃদ্ধ বাবা
অবাক হয়নি এই সমাজ, হয়নি নির্বাক।
শালিসিতে অপমানিত, অপদস্থ হয় বৃদ্ধ
অপরাধ করেও অপরাধী থাকেন শুদ্ধ
মর্মে-মর্মে ব্যথা, ব্যথিত হৃদয় হয় ক্ষুব্ধ-ক্রুদ্ধ।
লাত্থি মারি এই সমাজের নিতম্বে
অপরাধী পায় পুষ্পমাল্য, নিরপরাধী জুতার।
জোর যার মুল্লুক তার এই সমাজের ভাষ্য
সবকিছুই তাদের কাছে রসিকতা আর হাস্য।
যে সমাজে সত্য হয় পদপৃষ্ঠ, সত্যবাদী উচ্ছিষ্ট
কে ব'লে-রে মানুষ ওদের, ওরাই আসল নিকৃষ্ট।
ছাড়ছি আমি এমন সমাজ, সত্য চেপে বুকে
থেকো তোমরা মিলেমিশে, থেকো চিরসুখে।