কোরবানির পশুটা কিনতে দেরি হয়
ফেইসবুকে দিতে হয়নাকো দেরি
পার হতে পারবেনা খেয়াঘাট
করে লোক দ্যাখানো ফেরি।
গোশতে খোদা বসাতেন যদি ভাগ
কোরবানির জন্য থাকতো না এতো হাঁকডাক।
ত্রিশ পারা কোরান পুষে সিনাই
করছো তুমি খোদার হুকুম ডিনাই।
ও ভাই জলিল, চেওনা দ্যাখতে দলিল
এ কোরবানি হবেনা, বলেছেন খোদার খলিল।
খোলে দ্যাখো কোরান হাদিস, এ-যে কেবল রিয়া
মাফি মাঙ্গ,খোদার পায়ে সোপর্দ কর তোমার হিয়া।