কেউ কি আছো?
শুনতে পাচ্ছো কি আমার কণ্ঠস্বর?
আমার দম বন্ধ হয়ে আসছে,শীতল হয়ে আসছে দেহ
শুনতে কি পাচ্ছো আমার আর্তনাদ কেহ।
লৌহকপাটে আমাকে এইভাবে বন্দী করে রেখোনা
নিঃশ্বাস আটকে বন্ধ হয়ে আসে দম --
স্রস্টার তুষ্টিতে আমাকে উৎসর্গ করে দাও
হিমশীতল নরকে পুরে দ্বার বন্ধ করে রেখোনা।
আমাকে বিলিয়ে দাও --
গরীব আত্মীয়স্বজন,পাড়াপড়শি,মিসকিনের মাঝে
কাঠগড়ায় দাঁড়াবে একদিন, বিবর্ণমুখ হবে লাজে
আসবো না সেইদিন আমারা তোমার কোন কাজে।
কেউ কি নেই?
শুনতে কি পাচ্ছো না আমাদের ফরিয়াদ?
তোমাদের মনুষ্যত্ব কি খরায় পড়ে দাবানলে পুড়েছে?
ঠুনকো হৃদয়ে কি জন্মায়না সহানুভূতি,সহমর্মিতা?
কিসের ধার্মিক তুমি, লালন করো ধর্মিতা।
নির্মম, বিভীষিকাময়, সংকীর্ণ মুহুর্তে --
আমি অভিযোগ পেশ করবো আল্লাহর কাছে --
তাঁর হুকুম পদদলিত করে, রেখেছো মোদের হিমশীতল ঘরে।