ইচ্ছে করে আত্মীয়তার আত্মার সম্পর্ক ছিন্ন করে নিঃস্ব হয়ে যাই
মানবিক সম্পর্ক ধূলিসাৎ করে একা হ'য়ে যাই।
ইচ্ছে করে মানবতা ভূলুণ্ঠিত করে মানবহীন অরণ্যে চলে যাই
মরীচিকা ধরা অস্ত্রে বুক চিরে হৃৎপিণ্ড চিতার আগুনে পুড়াই।
ইচ্ছে করে হাজার বছর একাধারে কেঁদে চোখের সমুদ্র শুকিয়ে নিই
মাকড়সার জালের মতো বিছানো মায়ার জাল একটানে ছিঁড়ে ফেলি।
ইচ্ছে করে শরাবের পেয়ালায় এক ডুবে হাজার বছর কাটিয়ে দিই
মিসাইলের মতো ফাটিয়ে দিই জর্জরিত অন্তরতম প্রদেশ।
ইচ্ছে করে নগ্ন হয়ে ল্যাম্পপোস্টের মতো দাড়িয়ে থাকি ত্রি-পথের মোড়ে
নগ্নতা আবরণে মানবতা আদৌও বেঁচে আছে কি না মানবের অন্তরে।
ইচ্ছে করে দেহের সবগুলো রক্তকণিকা দিয়ে একটি রক্তাক্ত আকাশ বানাই
বেদনার নীলা আবরণ কখনোই ছুঁতে পারবে না।
একেকবার ইচ্ছে করে বটি দাও দিয়ে এই দেহটাকে কচুকাটা করে মমতাহীন, ভালোবাসা হীন, নিষ্ঠুর, নির্দয় এবং অভিশপ্ত পৃথিবী থেকে নীরবে চলে যাই।