পা চেটেপুটে চাকুরী পেয়ে গগনচুম্বী হ'য়ে গিয়েছো
এখন আর ছোটখাটো মানুষকে মানুষ মনে হয়না।
রেলস্টেশন, ফুটপাতে থাকা মানুষগুলোকে অমানুষ মনে হয়
অর্থাভাবী মানুষদেরকে মনে হয় নিম্নজাত।
যাদের রক্ত ঝরানো ঘামে উদর পুর্তি হয়
তারা অশিক্ষিত, ছোটলোক, নিম্নশ্রেণীর মানুষ।
গায়ের পোষাক পরিবর্তন করলেই পরিবর্তন হয়না মস্তিষ্ক
উন্নত চিন্তাভাবনার তরে প্রয়োজন উৎকৃষ্ট মস্তিষ্ক।
যুক্তিতে মুক্তি তো কেবল আদালতে মিলে
তর্কে চেহারা রুপান্তরিত হয় নীলে।
কে ব'লে রে মানুষ তোরে?
প্রতিহিংসার প্রজ্বলিত শিখা তোর বুকে।
ছোটলোক ব'লে যাদের দিচ্ছিস গালি --
সারাদিন খেটে যায় গায়ে মেখে তোদের অপবাদের কালি।
ছোটলোক আছে ব'লে-ই শুনতে পারিস স্যার-স্যার
পলিশ করতে পারিস বুট -- লাগাম দে তোর ঠোঁট।
তপ্ত রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে --
চাষ করেন অশিক্ষিত, মুর্খ, গেঁয়ো চাষা --
তাদের তরে ব্যবহার করিস নিম্ন যতো ভাষা।
সার্টিফিকেট-এ পুরলি ঝুলি, মানুষ নাহি হলি
গায়ের পোষাক করলি ধৌত, হৃদয়ে কেবল মল-মুত্র।
সফেদ শার্ট, কালো প্যান্ট, শয়তানের লেজ বাঁধলে গলায়
ভদ্রতার লেবাসে ঢেকে গতর, মাখলে দামী আতর
অমানুষী রূপ ঢাকবে কোন চাদর?
করে সরকারের গোলামী
মানুষকে করো তুমি হয়রানি
লেবাসে মানুষের মতো হলেও মস্তিষ্কে শয়তানি।
বাহ্! সরকারি চাকুরি, উচ্চতর পদ
মাঝেমধ্যে খাও তুমি বারে গিয়ে মদ।
জাতপাত করো বিচার --
হাবভাবে মনে হয় প্রকৃতির তুমিই সভ্য টিচার।
মানবিক হও --
মানবতার জাত নেই, নেই কোন ধর্ম
ধুয়েমুছে হৃদয়ের অপকর্ম --
দূরে ঠেলে দাও জাতপাত, উঁচুনিচু, শ্রেণিবৈষম্য।
✑ মিটু সর্দার
০৪/০৯/২০২২ সৌদি আরব