তুমি অনন্যা
আকাশ পানে তাকালে হয় বন্যা
বলো না সুন্দরী ললনা তুমি কোন রাজ্যের কন্যা?
তোমায় পেতে তব রাজ্যে দেবো আমি ধর্ন্যা।
তুমি অদ্বিতীয়া
তোমার তরে ক্যানো কেঁদে উঠে মোর হিয়া?
চলো সাত পাকে বাঁধা পড়ি সাতনাতলে গিয়া
তুমি হবে মোর বাঁশের বাঁশরি ওগো মোর প্রিয়া।
তুমি অনন্যসুলভা
খোঁপায় গুঁজে দেবো একখানা রক্ত জবা
বলো না সুন্দরী ললনা তুমি কি আমার হবা?
তুমি অনুপমা
কত্তো সুন্দর তোমার কথন
আমৃত্যু হৃদয়ে রাখবো করে যতন
তোমার দু ঠোঁট এক ফালি চাঁদের মতোন।
তুমি নিরুপমা
এই জগতে হয়না কোন তোমার উপমা
ভুলগুলি করিও ক্ষমা, ভালোবাসা গুলো রাখিও জমা।