হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান থাকি এক রুমে
একে অন্যকে জড়িয়ে ধরি বিভোর ঘুমে।
এক থালাতে খাবার খাই --- যেন মোরা ভাই ভাই
প্রবাস জীবনে এর চেয়ে বেশি কিচ্ছু আর নাহি চাই।
কাজ থেকে ফিরতে হয় যদি কিঞ্চিৎ দেরি
ফোন করে খোঁজ নেই হলো নাকি মহামারী।
আমি বন্ধু অনাহারী --- অপেক্ষায় সকলের তরে
একলা একা খেয়ে যে মোর পেট নাহি ভরে।
চারজনের চার ফোঁটা রক্ত মিশিয়ে রাখি যদি বাটিতে
ধর্মের পূজারীরা পারবে কি খুঁজিতে?
পারবে কি আলাদা করে সাজাতে -
কোনটি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান?
কতিপয় কুলাঙ্গার পৃথিবীর জঞ্জাল তৈরি করে ফাটল
কেটে দ্যাখনা গায়ের রক্ত খুঁজে পাবি না তাতে ধর্মতত্ত্ব।
মানুষে মানুষে নেই কোন ব্যাবধান
ধর্মের সৃষ্টি মানুষকে করতে সুমহান।
ভগবদগীতার সাতশো শ্লোকবাক্যের আঠারো অধ্যায়ে
কোথায় পেলে পাষণ্ড, হিংস্র জানোয়ার?
মানুষকে হেয় করে নিজের শ্রেষ্ঠত্ব জাহির করতে
পদদলিত করতে অন্যের মান, হেয় করতে ধর্ম।
আমি যখন দাঁড়াই নামাজে, নিশ্চুপ থাকে মোর বন্ধুরা
রমজানে ডেকে দেয় সেহরি খেতে -
সারাদিন খায়না কিচ্ছু আমার সম্মুখে ওঁরা -
ইফতারে বসি সবাই কাঁধে কাঁধ মিলিয়ে -
তারা-ও অপেক্ষা করে খাবে আজানের ধ্বনি কানে এলে।
এক পাতিলে রাধি ---- এক পাতিলের খাই
মোরা মানুষ -- মোরা ভাইভাই
মোদের মাঝে পায়না কভু জাতপাতের ঠাঁই
মোরা মানুষ -- মোরা ভাইভাই, তারচে বড় পরিচয় মোদের কাছে নাই।
১০/০৬/২০২২ সৌদি আরব