জীবন ক্যানো এমন হয়
ক্যানো রক্ত নির্গত হয়ে রক্তাক্ত হয় হৃদয়?
মানুষগুলো ক্যানো এমন ভাবে প্রতারণা করে
ক্যানো আপন মানুষগুলো সরে যায় দূরে?
আশার প্রদীপ নিভে ক্যানো নেমে আসে অন্ধকার
যাকে আঁকড়ে বাঁচতে চাই -
সে ক্যানো খুঁজে নেই অন্যের বুকে ঠাঁই?
মানুষের এতোটা অধঃপতন ক্যানো হয়
ক্যানো বুকের অলিন্দে প্রতিহিংসার জলোচ্ছ্বাস হয়?
কষ্টেরা বুকের ভিতর ক্যানো সাম্রাজ্যবাদী রাজ্য প্রতিষ্ঠা করে
সুখেরা ক্যানো মুক্তির মিছিল মিটিং করে বিলিয়ে দিচ্ছে প্রাণ?
অনিয়মের অক্টোপাস ক্যানো আঁকড়ে ধরেছে ব্যবস্থাপনা
মস্তিষ্কে ক্যানো শকুনির হানা?
স্বপ্ন দ্যাখানো মানুষগুলো স্বপ্ন দ্যাখিয়ে ক্যানো হাত-পা গুটিয়ে নেই
ক্যানো খঞ্জর চালিয়ে দেয় বুকের বামপাশে?
মানুষ কিভাবে এতোটা নিষ্ঠুর হতে পারে
উপরে উঠতে চায় পা রেখে অন্যের ঘাড়ে
মানুষ মানুষকে মেরে ক্যানো এতোটা উল্লাসিত হয়
ক্যানো আঁকড়ে ধরে রাখে পেছন থেকে?
মানুষ ক্যানো প্রতিশোধের আগুনে জ্বলেপুড়ে ছাঁই হয়
ক্যানো ভঙ্গ করে প্রতিশ্রুতি?
মানুষের হৃদয় আর মস্তিষ্ক আজ ক্যানো পূঁজিবাদের ফ্যাসিবাদের কাছে পরাজিত?
তোমার চোখে চোখ, ঠোঁটে ঠোঁট রেখে বাঁচতে চেয়েছিলাম
তুমি ক্যানো এমন করলে?
ক্যানো হলে গুপ্তঘাতক?
প্রতিনিয়ত করি ভালো থাকার নাটক।
✑ মিটু সর্দার
৩০/০৮/২০২২ সৌদি আরব