আকাশে চাঁদ আগের মতোই উদিত হ'য়ে আলো ছড়াচ্ছে
ঝিঁঝিঁপোকারা আগের মতোই গান গেয়ে যাচ্ছে।
ল্যামপোস্ট-টা ঠিক আগের জায়গাতেই আগের মতো দাড়িয়ে আছে
গঙ্গায় আগের মতোই প্রবাহিত হচ্ছে জলধারা।
এমন আলো মাখা রাতে কামিনী ফুলের মউমউ ঘ্রাণ নিতে নিতে তুমি ব'লে ছিলে ----
চাঁদ দ্বিখণ্ডিত হ'য়ে পৃথিবীর দু'প্রান্তে দুই টুকরো চলে যাবে --
কামিনী ফুলের পাপড়ি গুলো একদিন ঝরে পড়বে
তুমি আমাকে একা করে কখনো চলে যাবেনা।

এমন একটি রুপোলী তাঁরা ভরা রাতে কথা দিয়েছিলে
আমিও বিশ্বাস করেছিলাম --- কিন্তু তুমি কথা রাখনি
এক অন্ধকার রাতে আমাকে হিংস্র, ক্ষুধার্ত  জানোয়ারের মুখে একা ছেড়ে চলে গেলে।
তারপর থেকে ভয় এবং বিশ্বাস এ দু'টো জীবন থেকে ঠিক তোমার মতো কোথায় যেন হারিয়ে গিয়েছে।
পৃথিবীর মানুষ খুবই স্বার্থপর --
অন্যের কষ্টের কথা শুনে হাততালি দেয়,তামশা করে
কখনো কখনো কটুক্তির ক্ষুরধার তীর ছুঁড়ে।
আমি এখন রাস্তার কুকুরকে দাড় করিয়ে ---
জীবনের কথা বলি, বুকের গহীনে জমানো কষ্টের কথা বলি ---
কুকুর মানুষের মতো বিশ্বাসঘাতক নই ---
ব্যঙ্গ করে না, কটুক্তি করে অপপ্রচার করে না।

০৩/০৭/২০২২ সৌদি আরব