যে বর্ণ শহীদদের লোহিত রক্তে রক্তবর্ণ
ভাষা মুক্তির দাবিতে ঝরিয়েছে প্রাণ
আজ-ও ভাষা বন্দী, কণ্ঠে স্তব্ধতা, জড়তা মনে
প্রাণ খোলে বলতে গেলে হুমকি ধামকি আসে কানে।
অবহেলিত ভাষা শহীদদের পরিবার
সোনায় সোহাগা মুক্তিযুদ্ধার জাত্যংশ
ছেলে-মেয়ে, নাতি-নাতনী মুড়ানো সোনায়
ভাষা শহীদদেরা কেবল স্মরণীয় একুশের বেলায়।
কৃষ্ণচূড়া ডাল ভাষা শহীদের রক্তে লালে লাল
পাঠশালায় শেখা বুলি আবদ্ধ পরাধীনতার শৃঙ্খলে
ভাষা করে শ্বাসরুদ্ধ, ফুলে সাজিয়ে ঢালা
বেলা শেষে সেই ফুল হেলাফেলা, ময়লার স্তুপে জমে মেলা।
লিখা দেখি কাগজের পাতা
শুনি তাদের কথা একুশে ফেব্রুয়ারির সকাল বেলা
শূন্য থেকে কোটিপতি, কালো কাঁচে ঢাকা গাড়ি
বিনা চিকিৎসায় মরে জব্বারের প্রিয়তমা স্ত্রী।
মুক্তিযুদ্ধাদের পরিবার পায় আলিসান বাড়ি
ভাষার তরে দিলো যারা প্রাণ, গাই শুধু তাদের নামে গান
ক্যালেন্ডারের পাতা ঘুরে ফেব্রুয়ারি মাস এলে
নেতারা ছুটে যায় শহীদদের পরিবারের খোজে।
কাগজে কলমে লিখা স্বাধীন, নেতাদের মুখে শুনি স্বাধীন
আমি দ্যাখি আজ-ও পরাধীন এই দেশ
দেশের আঠারো কোটি মানুষ
আজ-ও পরাধীন রক্তে রঞ্জিত ভাষা, কণ্ঠস্বর।