আমি যদি যাই-গো চলে
ভাই,বন্ধু, প্রতিবেশী যাবে কি ভুলে?
ধরে সবর, খুঁড়বে কি কবর?
মাঝেমধ্যে নিতে আসবে কি আমার খবর?
আসার ক্ষেত্রে চলে নিয়ম, যাবার ক্ষেত্রে অনিয়ম
বড়র আগে ছোট, পিতার আগে পুত্র।
পাক ধরেছে চুলে, ক্ষমা করো মোরে হৃদয় খোলে
দোয়া করিও দু'হাত তুলে, যেওনা ভুলে।
কবরে রেখে, ফিরে যেতে করিওনা তাড়া
শিয়রে গুঁজে দিও কামিনী ফুলের চারা।
নিঝুম রাতে আসিও নিতে মউমউ ঘ্রাণ
মধুর সুরে তিলাওয়াত করিও মহাগ্রন্থ কোরআন।
যাদের সাথে লম্বা সময় করেছিলাম পার
হৃদয়ের তীর ভেঙেছে কথা মোর ক্ষুরধার।
নতজানু হয়েছি আজ ছোট-বড় সকলের কাছে
ক্ষমা করে দাও ভুলে গিয়ে যা হয়েছে পাছে।
ঘরের আলো নিভে গেলে মনে লাগে ভয়
এতো অন্ধকারে কেমনে থাকবো যদি কবরবাসী হই।
ডায়েরি ভরেছেন লিখে কিরামান-কাতেবীন
কি জানি জিজ্ঞেস করে মুনকার-নাকির।
মৃত্যুর ফুল, অন্তরে যতক্ষণ খায় দোল
মনে হয় যা কিছু করেছি সবটাই ভুল।
ঝেরে ফেলো, আমার বিরুদ্ধে যতো আছে ক্ষোভ
যাবার বেলায় হৃদয়ে বসিয়ে দিও ভালোবাসার কুপ।