মধুর সুরে গেয়ে গান --
ভাঙিয়ে যাও দোয়েল খুকীর অভিমান।
যে গাছটিতে ধরে আছে থোকায় থোকায় লিচু
তোমার নামে লিখে দেবো, তাকাবো না পিছু।
সকাল থেকে মুখটা ভার, মুখে দেয়না কিছু --
উড়ছে না প্রজাপতি, ডানা তার নীচু।
বলছি তোমায় টিয়াপাখি, শোন দিয়ে কান
কামরাঙা আর খেতে দেবোনা,যদি ভাঙাতে না পারো খুকীর মান।
কাঠবিড়ালি পেয়ারা খাচ্ছো লেজ নাচিয়ে --
দেবো তোমায় জনমের মতো শাসিয়ে।
চোখের জলে ভাসিয়ে চাইবে ক্ষমা
খুকীর রাগ এখনো আছে জমা।
খুকীর পোষা বেড়াল ফেরেনি বাড়ি
তাইতো খুকী দিয়েছে মোর সাথে আড়ি।
খুঁজে যদি দিতে পারো পাখপাখালি
করবো সারাজীবন তোমাদের রাখালি।
পানি ঢালতে গিয়ে গোলাপের গোড়ায়
কাঁটা বিঁধে খুকীর আঙুলের চুড়ায়।
যদি ফোটাতে না পারো তার মুখে হাসি
অনাহারে ঝরবে জল তোমার রাশিরাশি।