হিংসা-বিদ্বেষ ঝেড়ে, পরনিন্দা ছেড়ে
আত্মমগ্ন হও আত্ম-সমালোচনায় --
জোয়ার-ভাটা আসবে নদে
সম্মান পাবে পদেপদে।
মুছে হৃদয়ের ধুলোবালি
পরিষ্কার করো আছে যতো কালি
সম্মান পাবে ইহকালে, মুক্তি পরকালে।
তোমায় বলিনি কভু মন্দ
পর-সমালোচনা বাড়ায় দ্বন্দ্ব
লিখতে পারবে না কভু প্রবন্ধ
তবে করো যদি পাও আনন্দ।
জন্ম হওক যথাতথা, কর্ম হওক ভালো
কবি-র এ কথা হৃদয়ে ধারণ করো।