ভাবনার অতলান্তে নিজেকে আর তলিয়ে দিতে পারছিনা
সৃষ্টি করতে পারছিনা নতুন কিছু
মাথার ভিতরে বসেছে এক কীড়ে
মস্তিষ্কের চারপাশ খাচ্ছে ধীরে
প্রচন্ড ব্যথায় ছলছল চোখ, ধুসর আর বিবর্ণমুখ।
ভাবতে পারছিনা প্রচন্ড শৈত্যপূর্ণ দেহেও তোমার মাদকাসক্ত মৃদু হাসি
রক্তবর্ণ চোখের কোনে জমে থাকা অশ্রুবিন্দু।
গোলাপি ঠোঁটের পাপড়ি থেকে খসে পড়া উষ্ণ চুম্বনের মৃদু স্পর্শ
ভাবতে পারছিনা কিছু, বেদনায় মাথা হয়ে আসে নীচু।