যদি এই পৃথিবীতে আর একটি অপমৃত্যু ঘটে
তাহলে সেই অপমৃত্যুটি হবে আমার
তোমার তরে প্রতিদিন মরতে আর ভালো লাগে না
এই জীবনের রক্তিম সূর্যটা এবার ধূসর হয়ে অন্ধকারে হারিয়ে যাক।
জীবন ডাইরির পাতাগুলো উড়ে উড়ে মেঘে ভেসে যাক
কষ্টগুলো মরুভূমিতে চাপা পরে থাক
পৃথিবী এবার মুক্তি পাক বিরহের দীর্ঘশ্বাস থেকে
তোমার অভিশঙ্কা কেটে যাক চিরতরে।
এই অপমৃত্যুতে পৃথিবী স্তম্ভিত হবেনা,
লাইভ টেলিকাস্ট হবেনা,
অভিযোগ যাবেনা তোমার দিকে
চিরকুট লিখে যাবো পৃথিবীর কাছে।
রাস্তায় কেউ নামবে না, হরতাল ধর্মঘট করবে না
গ্রহ উপগ্রহের মতো যে যারযার গতিতে চলবে
কাজেকর্মে ডুবে অপমৃত্যুর কথা যাবে ভুলে
অপমৃত্যুর দায়ে কেউ চড়াবে না তোমায় শূলে।
যদি এই পৃথিবীতে আর একটি অপমৃত্যু ঘটে
তাহলে সেই অপমৃত্যুটি হবে আমার
খুব কষ্টে হবে, সবাই চেষ্টা করবে এ প্রাণ ধরে রাখতে
সাধ্য নাহি হবে, নিষ্পলক চোখে তাকিয়ে রবে।
কোরবানির পশুর মতো ছটফট করতে করতে এ মৃত্যু হবে
আহ! মৃত্যুর শরাব কি যে যন্ত্রণার, পিকে নেবো সব
সবুজের সমারোহ অবলোকন করতে করতে
কোন এক গোধূলিলগ্নে পাখির কলতান শুনতে শুনতে এ মৃত্যু হবে আমার।
বিরহের যমযাতনা ঘুচে যাবে,
তোমার আকাশে ঈদের চাঁদ উদিত হবে
মধুর ধ্বনির হাসির শব্দ শুনতে
বিদায় বেলাতে কল্পনার ধ্যানে মগ্ন হবো।