নামের সৌন্দর্য যদি না ফোটাতে পারো গোলাপের মতো
ঠোঁটের দ্বারা করতে যাও ক্যানো নামের ক্ষত?
যুগে-যুগে এসেছে কতো কুলাঙ্গার
পুড়াইতে গিয়ে পুড়ে হয়েছে আঙ্গার!
থাকতে স্রস্টার কোটি কোটি সৃষ্টি
কটুক্তিতে দেস ক্যানো ধর্মের দিকে দৃষ্টি!
ইতিহাস যাকে স্বীকার করে মহা-মানব
কোন কারনে তোদের চোখে তিনি দানব?
স্রস্টার অফুরন্ত নেয়ামত পেয়ে
স্রস্টার অস্তিত্ব অস্বীকার করেছে যে সকল নাস্তিক মুরতাদ
হয়েছে তাদের নিদারুণ, নিষ্ঠুর,নির্মম অপমৃত্যু!
শেয়াল, কুকুর, শকুন খেয়েছে তাদের গোস
পোকামাকড় বানিয়েছে সুস্বাদু রোস্ট।
তুই আসাদ, সৃষ্টি করেছিস ফ্যাসাদ
শোনাচ্ছিস পিতামাতাকে অপকর্মের গাল-মন্দ!
তোর মতো বেজন্মাকে যে মা ধরেছে গর্ভ
লজ্জা মাথা নিচু হয়ে আসে, করতে পারেনি গর্ব।
রাসুলকে করছে অপমান সকল কুলাঙ্গার মিলে
রাসুলের অপমান যদি না লাগে তোর দীলে
রাসুল প্রেমী দাবী করে আস্ত মুরগী খাচ্ছিস গিলে
ফাটিয়ে দে বুক মুষ্টিবদ্ধ হাতের কিলে।
কতো নাস্তিক খুঁজে নিয়েছে ইসলামের শীতল ছায়া
ধীরে ধীরে জন্মেছে রাসুলের প্রতি মায়া!
গড়ে তুলেছেন নিজেকে ইসলামের দা'য়ী
মুসলিমের ঘরে জন্মে জাহান্নামের শেকল তোর পায়।
শয়তানের ধোঁকায় পড়ে হয়েছিস গোমরাহ
মস্তিষ্কহীন মাথা যেনো চালকুমড়া।
হতে পেরে রাসুলের উম্মত
কোটি মুসলিমের জনম হয়েছে সার্থক
রাসুল বিনে ইহকাল-পরকাল নিরর্থক।
রাসুলের আদর্শে আদর্শিত হয়ে -
যারা মেনে নিয়েছে রাসুল সত্যিকার পথপ্রদর্শক
সারাবিশ্বে মানবতার দিক নির্দশক
তারা-ই ইহকাল-পরকালে সার্থক।