বন্ধ হয়ে গিয়েছে আঁখি
জাগবে না আর ঘুমন্ত পাখি
তুলবে না আর মধুর সুর মায়াবী কণ্ঠে।
তুলে ধরতে আল্লাহ রাসুল কোরানের শান
এই পাখি গাইবে না আর কখনো গান।
কোরানের ময়দানে যখন তুলতেন সুর
কোরান প্রেমীরা খোলে দিতেন হৃদয়ের দোর।
পাখিকে করতে খাঁচা বন্দী
শিকারীরা করেছিলেন অবৈধ সন্ধি!
মিথ্যাকে সত্যে করে রূপান্তরিত
কোরানের পাখির কণ্ঠ করে দেয় স্তম্ভিত।
পুষ মানানোর আশে,খাঁচা বানিয়েছিলো কাঁচা বাঁশে
অতন্দ্র প্রহরী রেখেছিলো পাশে!
পুষ মানেনি পাখি, উড়ে যায় দিয়ে ফাঁকি
আখেরাতে মিলাবে হিসাব যা ছিলো বাকি।
যদি আমি হতাম এমন পাখি
কণ্ঠে পেতাম মধুর সুর
কোরানের গান গেয়ে গেয়ে রাত্রি করে দিতাম ভোর।