খোদা আমাকে ছাত্র না বানিয়ে বানাতো যদি মেট্রো
বড় বড় নেতারা দেখতে এসে ফেলতো চোখের অশ্রু
লাশ হয়ে পড়ে আছি রাজপথে, দেখতে আসেনা কেউ
ছাত্র না হয়ে আজ মেট্রো হলে কাঁদতো তারা ঘেউ।
মানুষ আজ আগাছা, পরজীবি - নই রাষ্ট্রীয় সম্পদ
রাষ্ট্র আজ ভরে আছে দূর্নীতিবাজ,চাঁদাবাজ,লম্পট!
আমাদের শুকনো রক্ত, পঁচা গোশত করছে পরিবেশ দূষণ
আবার যদি পৃথিবীতে আসি খোদা-কে বলবো বানাতে রাষ্ট্রীয় সম্পদ, মেট্রোস্টেশন।