সভ্যদের মাঝে আমাকে ডেকো না
আঁকিবুঁকি কোন কিচ্ছু এঁকো না।
যেভাবে ইচ্ছে করো চাষ,ছাড়ো আঁটকে থাকা শ্বাস
খুবই বেমানান সভ্যদের মাঝে অসভ্যের বাস।
সভ্য সমাজ যাক জান্নাতে কিংবা জাহান্নামে --
পুরে রেখেছি সব নীল খামে --
স্বপ্নীল স্বপ্ন ঝরেছে রক্তমাখা ঘামে --
ছোট্ট এক বৃত্ত এঁকে দিয়েছি কদাচিৎ কথার দামে।
অবৈধভাবে হ'য়ে ধনী, জ্ঞানহীন মূর্খ মধ্যমণি --
সর্ব কাজে ডোবায় নাক, চারপাশে দাঁড়কাক --
ডেকো না আমায় খেঁকশিয়ালির মতো ছেড়ে হাঁক
ঘুরিয়ে নিয়েছি,ঘুরিয়ে দিয়েছি জীবনের বাঁক।
হতে পারিনি দাতা, আমি নইকো কারোর ভ্রাতা
খুঁজে পাইনা আমি তিব্র শীতেও কাঁথা
যাঁর যেমন ইচ্ছে ছুঁড়ে নগ্ন কথার ইটপাটকেল
কথিত সভ্যরা খেলে জীবন ল’য়ে দাবা খেল।
আমি তো কচুরিপানা,ভেসে এসেছিলাম বানের জলে
মৃত্তিকা আঁকড়ে ধরেনি বদ্ধমূল, গায়ে ফোটেনি ফুল
আবার যাবো ভেসে, পানিতে যদি ভাঁটা আসে --
না দেওয়ার মাঝে-ও যা দিয়েছিলাম আঁকড়ে থাকে যেনো শ্বাসে।
১৮/০৯/২০২২ইং, সৌদি আরব