গোলাপটা যখন সতেজ আর তরতাজা ছিলো
পাপড়িগুলো ছিলো প্রিয়তমার ঠোঁটের মতো
তখন আমার কলিগ সৌদি কিশোরী ---
বুশরা আমাকে এই গোলাপটি উপহার দিয়েছিলো।
সৌদি কিশোরী বুশরা এবং সাহার মুখোমুখি বসে
ঘন্টার পর ঘন্টা কাজ করি ক্লান্তিহীন ভাবে।
সাহার বামচোখের তিল ---- খোঁজে পাই
প্রিয়তমার সাথে অনেকটা মিল।
আমিও একদিন এই পাপড়িগুলোর মতো
শুকিয়ে নিস্তেজ হ'য়ে ঝরে যাবো, ---
ধুসর পান্ডুলিপির মতো ----
এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকবে আমার স্মৃতিগুলো।
যখন ফিরে তাকাই ---
পৃথিবীর সর্বপ্রথম মানব-মানবীর দিকে
তারা-ও প্রত্যাবর্তন করেছে, ফিরে গিয়েছে সৃষ্টির উৎসে।
আমার চোখ যতই অতন্দ্র প্রহরী হোক
একদিন চোখের পলক ঢেকে দিবে কনীনিকা
আমিও একদিন প্রত্যাবর্তন করবো, ফিরে যাবো উৎসে।