হঠাৎ ক্যানো জানি জান্তে ইচ্ছে করছে
আমি যদি জীবনের শেষপ্রান্তে এসে -
দ্রোহের কবির মতো শিশুসুলভ হ'য়ে যাই --
তুমি তোমার নিজহাতে স্নান করিয়ে খাইয়ে দিবে কি আমায়?
ক্ষমা করবে কি আমার ছোটছোট ভুল গুলো?
জনগণের অধিকার ফিরিয়ে দিতে --
স্বৈরাচার বিরোধী আন্দোলনে গিয়ে গুলিবিদ্ধ হ'য়ে
যদি কখনো স্টিফেন হকিং-এর মতো -
হুইল চেয়ারের অধিবাসী হ'য়ে যাই -
গবাক্ষ খোলে দ্যাখাবে কি নীলাকাশ?
কখনো নিয়ে যাবে কি নীলাদ্রির বুকে?
ঘুম পাড়িয়ে দেবে কি মাথায় হাত বুলিয়ে?
আমি যদি কখনো দৃষ্টিহীন হ'য়ে যাই
তুমি তোমার দৃষ্টি দিয়ে দ্যাখাবে কি হেমন্তের ফসলের মাঠ?
শীতের সকালে ঘাসের অলিন্দে জমে থাকা শিশির
আগুন লাগা রুপোলী তাঁরা ভরা আকাশ।
রাতে যদি আমার কখনো ঘুম না আসে -
মাথাটা আলতো ভাবে তোমার বুকের 'পর রেখে
গুনগুনিয়ে গেয়ে শোনাবে কি রবীন্দ্র-নজরুল সংগীত?
০৯/০৯/২০২২ সৌদি আরব