এই শীত আর সহ্য করতে পারতেছি না
কুয়াশা গুলো সুঁইয়ের মতো বিঁধছে দেহে
খুব ঠান্ডা, চারদিকে ঘন সফেদ কুয়াশা
থরথরিয়ে কাপছে আমার সমস্ত দেহ।
এ-ই যে পথিক ভাই
আমার একটা আর্জি জানাই
এই কনকনে শীতে, দেহ হয়ে যাচ্ছে স্ফীতে
একটা ভারী কাপড় চাই, দিবেন কি পথিক ভাই?
চোখ ফেটে এসেছিলো জল
আজ কোথায় এমপি-মন্ত্রীর দল
আট-দশ বছরের একটি শিশু কাঁপছিলো স্টেশনে
এ হাড়-কাঁপানো শীতে ওঁরা মগ্ন এ কোন শাসনে।
জনদরদী,গরীবের বন্ধু, মানবতার ফেরিওয়ালা
পোস্টারে লিখা লোকগুলো নেই মাঠে ---
মানবতা আজ তিব্র শীতে থরথরিয়ে কাঁপে--
ভরপুর ছিলো শহর পোস্টার ওয়ালা নেতা।
একটা যদি দেন জামা, দোয়া করবো ভাই
আল্লা যেনো জান্নাতে আপনারে দেন ঠাঁই।
কাঁপছি আমি ভীষণ ঠান্ডায়, উদাম আমার গাও
ওহে পথিক ভাই, আমায় একখানা পোষাক দাও।