আমি তোমাকে বলেছিলাম এক টুকরো মেঘ হতে
তুমি কিনা মুশলধার বৃষ্টি হয়ে ঝরে গেলে।
আমি তোমাকে বলেছিলাম সুখের চাঁদ হতে
তুমি কিনা চৈত্রের রোদ্দুর হয়ে পুড়িয়ে দিলে।
আমি তোমাকে বলেছিলাম পূর্ণিমাকাশ হতে
তুমি কিনা অমাবস্যার নিঝুম,নিস্তব্ধ আকাশ হলে।
আমি তোমাকে বলেছিলাম সবুজ শ্যামল সোনালী ফসলের মাঠ হতে
তুমি কিনা শুস্ক, বৃষ্টিবিরল তপ্ত মরুভূমি হলে।
আমি তোমাকে বলেছিলাম নীল প্রজাপতি হতে
তুমি কিনা শঙ্খচিল হলে।
আমি তোমাকে বলেছিলাম ভালোবাসার সমুদ্দুর হতে
তুমি কিনা অবজ্ঞা, বিতৃষ্ণা, ঘৃণার সাগর হলে।
আমি তোমাকে বলেছিলাম সুখের ঝর্ণা নহর হতে
তুমি কিনা হলে দুখের প্রহর।
আমি তোমাকে বলেছিলাম পায়ের আলতা হতে
তুমি কিনা হলে ধুসর,কালো,কুৎসিত আলকাতরা।
আমি তোমাকে বলেছিলাম বেলীফুল হতে
তুমি কিনা হলে রক্ত রাঙা শিমুল।
আমি তোমাকে বলেছিলাম কানের দুল,কোমরের বিছা হতে
তুমি কিনা হলে নিকোটিন যুক্ত তামাকে মুড়ানো শিশা।
আমি তোমাকে বলেছিলাম নাকের নোলক হতে
তুমি কিনা হলে ব্যথার ঢোলক, যন্ত্রণার পুলক।
আমি তোমাকে বলেছিলাম লাল শাড়ী,লাল ব্লাউজ হতে
তুমি কিনা হলে বেদনার নীল রং।
আমি তোমাকে বলেছিলাম ভালোবাসার পিড়ি হতে
তুমি কিনা হলে বেদনার বিদঘুটে সুউচ্চ সিঁড়ি।
আমি তোমাকে বলেছিলাম রাখালের বাঁশির সুর, দোয়েলের শিস হতে
তুমি কিনা হলে বিরহী কোকিলের বিরহের গান।
আমি তোমাকে বলেছিলাম সন্ধ্যা রাতে নীড়ে ফিরতে
তুমি কিনা বাউণ্ডুলের মতো নিশীথরাত ঘুরতে।
আমি তোমাকে বলেছিলাম ছোট রাখতে মাথার কেশ
তুমি কিনা নীড়হারা পাগলের মতো বাড়িয়ে যাচ্ছো বেশ।
আমি তোমাকে বলেছিলাম সুখের গাঙ হতে
তুমি কিনা হলে শোকের প্রবাহিত নদী।
আমি তোমাকে বলেছিলাম ঠোঁটের লিপস্টিক, অর্ন্তবাস হতে
অবশেষে, তুমি কিনা হলে আমার সর্বনাশ।