আমি দই ভেবে চুন খেয়েছিলাম
আর এখন প্রকৃত দই দেখলেই ভয় লাগে
সাহস একদম হয়না গ্লাসটা তুলে মুখ দিতে।
আমি সোনা ভেবে ময়লা কুড়িয়ে ছিলাম
যা মূলধারা বৃষ্টিতে ভেসে গিয়েছে --
এখন কেবল স্মৃতির কয়েকটি খড়কুটো পড়ে আছে আঙ্গিনায়।
আমি সিদ্ধ পুরুষ ভেবে একটি ভুল মানুষের সংস্পর্শ পেয়েছিলাম
অমানুষকে মানুষ ভেবেছিলাম --
আমার কুমারিত্ব অর্পণ করেছিলাম তার শিশ্নে।
মানুষের মুখে ভালোবাসা শব্দটি শুনলেই ধিক্কার দেই
এক সুপরিচিত কষ্টে দুমড়েমুচড়ে আসে ভিতর --
হৃদয়ের আনাচ-কানাচে, প্রশস্ত রাজপথে লোহিত রক্তের স্রোত বয়।