কপালের কপাট দিয়েছি খুলে
পুড়ে যাক খরতাপে কিংবা ভিজে যাক বৃষ্টিতে।
ভেঙে যাক কালবৈশাখী ঝড়ে কিংবা নিজের ভুলে
মুখ থুবড়ে পড়ে থাকুক রাজপথে কিংবা মরুতে।
করোটির খিল দিয়েছি খুলে
সুখের লিখা যা ছিলো যাক উড়ে দূরে বহুদূরে।
পুড়িয়ে যাক মার্তণ্ড দেবোনা কভু তারে দন্ড
নসীবের লিখন বলে সবকিছু মেনে নিবো নীরবে।
কপালের কপাট উন্মুক্ত
পৃথিবীর সব জরাজীর্ণতা এসে বাঁধুক বাসা।
সব দুঃখ মস্তিষ্কের ভাঁজে ভাঁজে লুকিয়ে থাকুক
ব্যর্থতা গুলো মিছিল নিয়ে আসুক।