এমন মৃত্যু করিনা কামনা
যে মৃত্যুতে প্রিয় রাসূল পাবো না।
পবিত্রতম মাসে মম হৃদয় চাহে
সিজদাহে্ অবনত হলে শির, আসে যেন মৃত্যুর বীর।
পৃথিবীর সর্বমানব যদিও রাখে মোরে ঘিরে
আলিঙ্গন করে নিবো মায়ার বাঁধন ছিঁড়ে।
মালিন্যতার ছাপ ভাসবে না কভু মুখে
পরম তৃপ্তি ভরে পিকে নিবো অলিন্দের সুখে।
যমদূত আসি খামচে ধরবে যখন মোর প্রাণপাখি
প্রাণ হবে কণ্ঠাগত, পায়ের সঙ্গে জড়াবে পা
জবান দিয়ে মোর জারি করে দিও
"লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ"।
মুখমণ্ডল পিঠে ঘাত, হবে পাপিষ্ঠের প্রাণ সংহার
এমনভাবে করিওনা হরণ, স্পর্শ দিও মোরে তব চরণ।
দৃষ্টির সম্মুখে রাখিও প্রিয় রাসূলের মুখ
মরেও তৃপ্তি পাবো অন্তরাত্মা পাবে সুখ।
মম অন্তরে বাসনা, অন্তর্যামীর সূচনা
কবুল করিও মোর শেষযাত্রা কালের অর্চনা।
ছোট-বড় সর্ব গোনাহ করিও মার্জনা
এমন মৃত্যু দিও না যে মৃত্যুতে প্রিয় রাসুল পাবো না।
মম দৃষ্টি যখন হবে নিথর, ইয়া রব তুমি হয়ো না'ক পাথর
সর্ব সহজ পন্থায় যমদূত মোর কলিজায় দেয় যেন আঁচড়।
হৃদয়ে যখন খায় মৃত্যুর ঢেউ
বুঝতে পারি এই দুনিয়ায় নয়তো কারও কেউ।
অন্তরে জাগিয়ে দাও তোমার ভয়
আমি যেন কেবল তোমার-ই গোলাম হই।
এমন মৃত্যু করিনা কামনা
যে মৃত্যুতে প্রিয় রাসূল পাবো না।
বিশ্বাসীদের কাতারে করিও সামিল
মম মৃত্যুতে প্রিয় রাসূলের সাথে করে দিও মিল।