আমি তোমাদের সরিয়ে তোমাদের সিংহাসনের দখল নিতে আসিনি
আমি এসেছি ফেরি করতে
দুঃখের বিনিময়ে সুখের, ঘৃণার বিনিময়ে ভালোবাসার।
তোমাদের রাজমুকুট কেঁড়ে নিতে আমি আসিনি
পদদলিত করতে আসিনি রাজপদ।
আমি বলিনি তোমরা আমাকে ভালোবাসো
তবে আমার ভালোবাসা গ্রহণ করো
আমি বলিনি আমাকে কবি স্বীকৃতি দিয়ে বুকে জড়িয়ে ধরো
তবে আমার সৃষ্টি যদি মানুষ এবং মানবতার কথা ব'লে
আশাহীনতার বুকে জাগায় আশা সানন্দে গ্রহণ করো।
আমাকে তোমাদের শত্রু ভেবোনা
আমার হাতে ধারালো অস্ত্র কিংবা বন্দুক নেই
শুধু একটি পান্ডুলিপি নিয়ে এসেছি তোমাদের কাছে।
আমি কবি নই
আমি বলিনি তোমাদের হৃদয় ক্যানভাসে আমার ছবি আঁকতে
গাঁথতে বলিনি স্মৃতিতে মালা।
হঠাৎ একদিন দ্যাখবে আমি নেই
ধুমকেতুর মতো হারিয়ে গিয়েছি রাতের আঁধারে
আমাকে দ্যাখতে ইচ্ছে হলে খুঁজে নিও কবিতার বাজারে।
আমি তোমাদের গদিচ্যুত করতে আসিনি
ধ্বংস করতে আসিনি সাম্রাজ্যবাদ কিংবা ফ্যাসিবাদ
ধ্বস নামাতে আসিনি পুঁজিবাদের এই বাজারে।
আমি ফেরি করতে এসেছি -
দুঃখের বিনিময়ে সুখ, ঘৃণার বিনিময়ে ভালোবাসা
আঁধারের বিনিময়ে আলো, ব্যর্থতার বিনিময়ে সফলতা।
আমি কবি খ্যাতির জন্য আসিনি -
আসিনি রবীন্দ্র-নজরুল-জীবনানন্দ হতে
আমি নিতে আসিনি, নিজেকে বিলিয়ে দিতে এসেছি।


৩০/০৮/২০২২- সৌদি আরব