ক্ষমা করো বাবা..........
কল্পনার রংতুলিতে তোমার হৃদয়ের ক্যানভাসে আঁকা মানুষটির মতো আমি হতে পারিনি
দাম দিতে পারিনি বৃষ্টির মতো ঝরানো ঘামের।
তোমার ক্যানভাসে আমাকে কিভাবে এঁকেছিলে আমি জানিনা
কেন জানি মনে হয় এই দু'টোর মাঝে অনেকটাই মতের গড়মিল, ভাবভঙ্গি চালচলনে অমিল।
স্টেশনে থামিয়ে রাখা মালবাহী গাড়ির মতো আমি নিজেকে থামিয়ে রাখতে পারি না
আবার সূর্যের মতো নিজেকে মেলে ধরতেও পারি না
তবে খড়কুটোর মতো নিজেকে পুড়াতে পারি।
ক্ষমা করো বাবা........
ফিলিস্তিনে মিসাইলের আঘাতে গুড়িয়ে যাওয়া ভবনগুলোর মতো আমি তোমার স্বপ্ন গুড়িয়ে দিয়েছি
কালবৈশাখীর ঝড়ের মতো উড়িয়ে দিয়েছি তোমার স্বপ্ন চাষের উদ্যান।
তোমার ক্যানভাসে আঁকা মানুষটির মতো হতে পারিনি ব'লে অভিমানের হিমালয় গড়েছো তোমার হৃদয়ে
তোমার এ অভিমান মোর বুকের অলিন্দ, নিলয় ভেঙে চুরমার করে দিচ্ছে
কচুকাটার মতো বটি দা দিয়ে ভিতরে উপরাউপরি আঘাত করছে।
ক্ষমা করো বাবা...........
আমি মম হৃদয়ে সত্যের মশাল জ্বেলেছি
অন্ধকারাচ্ছন্ন পৃথিবী আলোকিত করবো ব'লে
প্রাণোচ্ছল হৃদয় সাজিয়েছি ইয়েমেন ফিলিস্তিনের ক্ষুধার্ত শিশুগুলোর মালিন্য মুখের মিষ্টি হাসিতে।
আমার কারনে তোমার চোখে ঝর্ণাধারার মতো অশ্রুধারা বহে
মৃত্তিকা পানে চেয়ে পথচলো হাজারো ব্যাথা বেদনা সয়ে।
যোগ্য সন্তান হতে পারিনি, মেনে নিতে পারিনি
আমি সৃষ্টি করেছি সামাজিক প্রতিবন্ধকতা
ক্ষমা করো বাবা, ক্ষমা করো, ক্ষমা করো মোরে।