আমি গর্বিত, উচ্ছ্বসিত আমার প্রাণ
যতো মানুষ গড়েছি আমি, হ'য়েছে মহান।
বিশ্বে দাঁড়িয়েছে উঁচু করে শির
যেখানে পদচিহ্ন এঁকেছে,গড়েছে শান্তির নীড়।
যতো বিলিয়েছি জ্ঞান, কমেনি মোর ঝুলি -
আমার ছাত্ররা প্রচার করছে কতো সুন্দর বুলি।
মাইনের অনুপাতে যদি বিলাইতাম শিক্ষা -
কোন ছাত্রছাত্রী পেতো না মানুষ হওয়ার দীক্ষা।
ডিসি, এএসপি, ইউএনও হওয়া ছাত্রটি --
হাতে পদধূলি মাখিয়ে যখন চুম্বন করে হাত -
আনন্দে অশ্রুসিক্ত হয় আঁখি, সুখের মাখামাখি
মনে হয় সব পেয়েছি, আর কিচ্ছু নেই বাকি।
ঝরে যাওয়া ছাত্রটি যখন সিএনজি,অটোরিকশা
চালিয়ে সংসারের যাবতীয় খরচ চালায় -
তখনও গর্বে ভরে উঠে বুক, মিথ্যে ব'লেনি, চুরি করেনি
অক্লান্ত পরিশ্রমে করছে সৎপথে উপার্জন।
হৃদয়ের অন্ধকার করতে দূর, আলো দিচ্ছি ছড়িয়ে
আমার মতো শিক্ষকের আলো নিয়ে মঙ্গল যাচ্ছে ছাড়িয়ে
অহঙ্কার অহমিকা তাড়িয়ে, মিথ্যের হিমালয় মাড়িয়ে
জ্ঞান বিলিয়ে যাই বীরবিক্রমে দাঁড়িয়ে।
১২/০৯/২০২২ইং, সৌদি আরব